*
   পেতনি-প্রেমে হাবুডুবু কেমনে একা রই
রাতবিরেতে ওরেই কেবল মনের কথা কই।
            ও' বিহনে আঁধার ভুবন
            ওকে পেয়ে ধন্য জীবন
    অকপটে স্বীকার করি অকৃতজ্ঞ নই
'সাত জনমের গাঁটছড়াটা ছিঁড়িস না রে সই।'


যেখানে যাই একসাথে যাই একা কোথাও নয়
আঁধার রাতে আসর বসে আলোতে পাই ভয়।
            ইহলোকের চর্চা খতম
            ভাল্লাগেনা রকমসকম
   নামেই শুধু ভালোবাসা চটক দিয়ে জয়
  দুদিন বাদে বেরিয়ে পড়ে আসল পরিচয়।


একটা মেয়ের দশটা প্রেমিক চলছে বহুদিন
    পুরুষগুলো লতার মতো মেরুদণ্ডহীন।
             সমান তালে পরকিয়া
            লিপ্ত থাকে বিবি-মিঞা
    ওসব দেখে হদ্দ হলাম সততা বিলীন
একটিবারও ভাবল না হায় কোনটা সমিচীন।


      পরনিন্দা পরচর্চা করি না একদম
ব্যস্ত থাকি যে যার কাজে সময় হাতে কম।
           ভূতের রাজার কড়া আইন
         ভাঙলে পরে বিরাট ফাইন
ভাঙার সাহস দেখায় না কেউ নজর রাখে যম
   নিয়ম কানুন মানে সবাই আদর্শ সংযম।