তুমি তো সামান্য নও জগৎ মাঝারে
খ্যাতির শিখরে ছিলে দীপ্ত একদিন
কত কীর্তি রেখে গেছ আজো অমলিন
প্রণাম জানাতে আজি সমাগত দ্বারে।
প্রজ্ঞার প্রদীপ জ্বলে চেতনা আধারে
যেখানে পড়েছে হাত হয়েছে রঙিন
সেপ্টেম্বর তেরো আজ তব জন্মদিন
পত্রে পুষ্পে সুশোভিত বিমুগ্ধ বাহারে।


অসম্পূর্ণ কর্ম তব সমাপনে রত
মেদিনীপুরের যত কবি সাহিত্যিক
করে যাবে এই কাজ সুমহান ব্রত
সকলে জানে হে সুধী প্রদর্শিত দিক।
অতীব দুঃসাধ্য কাজ আঁকে তব ছবি
অতুল গরিমাময় যেন এক রবি।