ছুটি পেলেই বেড়াতে যাই কাছে কিংবা কোথাও দূরে
পুরী গিয়ে দেখে এলাম পুরাকীর্তি ঘুরে ঘুরে।
মনটা যেন পাখির মতো পাখনা মেলে আকাশ নীলে
মঙ্গলে যায়, চাঁদেও যায়, অস্থিরতা তিলে তিলে।


পাহাড়ে যাই শীতের সময় তুষারপাতের আকর্ষণে
মুঠো মুঠো ছুঁড়তে থাকি স্পর্শ করে নীল গগনে।
এবছর আর কাশ্মীরে নয় কে নিতে চায় প্রাণের ঝুঁকি
লেকের জলে নৌকা বিহার যদিও দেয় চিত্তে উঁকি।


ইচ্ছে আছে পুজোর পরে যাব শীতল মরুর দেশে
লে-লাদাখে আকাশ নাকি পাহাড় গুলোর শীর্ষে মেশে।
রাজধানীতে দিল্লি যাবো খড়্গপুরে গাড়ি ধরে
দিল্লি থেকে আকাশপথে পৌঁছে যাবো লে-বন্দরে।


প্যাংগং লেক দেখতে পাবো দেখতে পাবো রংয়ের মেলা
সারাটা দিন চলতে থাকে লেকের জলে চিলের খেলা।
মিলবে দেখা দু'কুঁজ উটের সাধ মিটাবো পৃষ্ঠে চড়ে
নুব্রা নাকি স্বর্গপুরী কোন দেবতা এমন গড়ে!