পরিত্রাতা বিদ্যাসাগর


কঠিন মনোবলের মানুষ ব্যাপ্তি সারা বিশ্বজুড়ে
যুক্তিনিষ্ঠ বিবৃতিতে বিপত্তি সব পালায় উড়ে।
যূথবদ্ধ সমাজপতি সবার ওপর ঘোরায় ছড়ি
প্রবল পরাক্রমী ওরা আষ্টেপৃষ্ঠে জড়ায় দড়ি।


স্বচ্ছ চিন্তাধারার স্রোতে ধৌত হবে মলিনতা
সহমর্মী বিদ্যাসাগর বুঝেছিলেন নারীর ব্যথা।
বর্ণপরিচয়ের পাতায় কথামালা বোধোদয়ে
লেখা আছে মর্মবাণী মিলবে প্রথম পরিচয়ে।


গড়েছিলেন শিক্ষায়তন যথাসাধ্য চেষ্টা করে
শিক্ষা যেন প্রবেশ করে বঙ্গবাসীর ঘরে ঘরে।
সমাজপতির দাপট কত নারীশিক্ষায় প্রবল বাধা
হার মানেনি বিদ্যাসাগর যতই ওরা ছিটাক কাদা।


শাস্ত্রবিধি মেনেই তিনি শেষ করেছেন আরব্ধ কাজ
বিধবাদের মুক্তিদাতা অঙ্গে দিলেন মোহিনী সাজ
এই মানবের জন্মলগ্ন পূর্তি হল দুশো বছর
দেবতুল্য পরিত্রাতা সবার প্রিয় বিদ্যাসাগর।


@অজিত কুমার কর