আজ ভেঙেছে মাঝেরহাটে ভাঙল সেদিন পোস্তাতে
এবার কোথা কেউ জানে না বেদনা কার পাঁজরাতে।
দোষারোপে সিদ্ধহস্ত কে চায় বলো ভাগ নিতে
রং করে কি রোগ সারে ভাই, না-বাজালে সংগীতে।


যারা গেল চলেই গেল হাত গুটোলো পাঁচ লাখে
কচুপাতায় টলছে জীবন কে কার বলো খোঁজ রাখে।
কোলকাতাতে ঘটলে কিছু খবর বেরোয় কাগজে
গাঁয়েগঞ্জে মরছে মানুষ, বস্তাপচা সব বাজে!


হকাররা সব দুঃস্থ গরিব কখনো নয় ঠিক কথা
ওদের জন্য চাগিয়ে ওঠে বিশিষ্টদের বুক ব্যথা।
হাঁটবে কোথায় চলছে দোকান রাস্তা ওদের দখলে
বললে কিছু আসবে তেড়ে পড়বে রোষের কবলে।


শহর এবং শহরতলি কোথাও কি আর বাদ আছে
একই চিত্র সবখানেতে চক্ষু উঠবে তাল গাছে।
হস্ত ওদের লম্বা ভীষণ দলবেঁধে সব ঝাঁপাবে
পালাবার পথ খুঁজতে হবে ভুবন ওরা কাঁপাবে।