টবের গাছে রঙের মেলা দোল খায় বুলবুল
হাজার টুনির সমারোহ পাথরকুচি ফুল।
যত্ন আদর যেটুকু পায় তাতেই খুশি রয়
গরু-ছাগল শশককে ও' পায় না মোটে ভয়।


রূপের হাটে নেইকো কদর কে বা নজর দেয়
এ্যানথুরিয়াম ক্রিসানথিমাম নজর কেড়ে নেয়।
মনে একটু ঈর্ষা জমে, চোখ দুটো চিকচিক
ওর চমক অনেক দিনের ওদের তাৎক্ষণিক।


প্রজাপতি মৌমাছিরা কাছ ঘেঁসে না ওর
মধু পিয়ে মৌটুসীদের কাটে না আর ঘোর।
টুনটুনিরা বাদ পড়ে না তারাও সুযোগ পায়
মহানন্দে ফুড়ুৎ ফুড়ুৎ ফুলের মধু খায়।


পাথরকুচি বেজায় খুশি গর্বে ভরে বুক
ভ্রমর গুলো নাইবা এলো এতেই বড় সুখ।
এক দুদিনে যায় না ঝরে রয় টিকে একমাস
পাখিরা তার পরম প্রিয় পূরায় মনের আশ।