কে ভালো কে মন্দ
            পরিচয় কর্মে
জাতি নয় বর্ণ নয়
            নয় তার ধর্মে।


বিনয় ও নম্রতা
            দেয় জানি বিদ্যা
নরনারী পায় যদি
            হবে সমৃদ্ধা।


অশিক্ষা মনে সদা
            ঢালে কূট মন্ত্র
শালীনতা দূর হটে
            ব’নে যায় যন্ত্র।


স্বামীজির দেশ এটা
            এসেছিল বুদ্ধ
জীবে প্রেম দিলে ঢেলে
            হবে মন শুদ্ধ।