পেট ফেঁপে ঢোল
অজিত কুমার কর


মেঘকে গিলে খেল
সাগর থেকে মস্ত কুমির কখন উঠে এল?
কুমির থাকে জলে
ডানা তো নেই মহাকাশে এলো কী কৌশলে?


মেঘের ছানা একা
হারিয়ে গেল এক নিমেষে মা পেল না দেখা।
কান্না হলো শুরু
ব্যথায় কাতর কৃষ্ণকালো মেঘের গুরুগুরু।


ভয়ে কুমির মরে
বৃষ্টিধারায় ভর করে ও ফিরল ফের সাগরে।
আকাশে নেই মেঘ
রবিমামা দেখা দিতেই হ্রাস পেল উদ্বেগ।


অতটা মেঘ খেয়ে
বেহাল দশা ওই কুমিরের হজমোলা খায় চেয়ে।
কাটল নিশি জেগে
দুদিক দিয়ে জল বেরোলো ধেয়ে প্রবল বেগে


শান্ত বালুচরে
নরম রোদে চক্ষু বুজে এখন আয়েশ করে।
স্বস্তি অবশেষে
'আর খাবো না মেঘের ছানা', বলল কুমির হেসে।


© অজিত কুমার কর