#       পেতেছি লাল গালিচা
            অজিত কুমার কর


তুমি আসবে তাই পেতেছি লাল গালিচা
তোমার জন্য তৈরি আমার ফুলবাগিচা।
          আহ্বান জানাই গৌরবে
          ভোলাবে মন সৌরভে
তুমি হয়তো ভাবতে পারো বলছি মিছা।


  বর্ষাতে রং বদলে ফেলি তখন সবুজ
শোনো শোনো আমার কথা কেন অবুঝ।
           পছন্দ নয় সবুজ রং
         দেখবে এসে মাঠের ঢং
কাছে এলেই তোমার গালে লাগবে রুজ।


একটা কথা বলছি তোমায় আগে শোনো
একটি ছাড়া আর পাবে না রাস্তা কোনো।
         আজ বিকেলে আসছো তো
            টালবাহানা আর কতো
   সারাটা দিন কীসের অত স্বপ্ন বোনো।


   রইব আমি বকুলতলায় ছ'টাতে ঠিক
জাফরানি রং ওই শাড়িটা দিচ্ছে ঝিলিক।
           পড়ছে ঝরে বকুল ফুল
          তোমার জন্য প্রাণ আকুল
   দেখ এবার ঘুরেফিরে এদিক-ওদিক।