*                   ফিরে এলো যৌবন
                     অজিত কুমার কর


  তোমার বয়স একুশ হলে আমার হতো নাইনটিন
আসতো ফিরে আবার তবে ফেলে আসা দিন রঙিন।
লাগতো তবে আজ তেমন      এটাই হতো বৃন্দাবন
  নহবতে বাজত সানাই মোহিল সুরে বাজতো বীন
  তোমার বয়স একুশ হলে আমার হতো নাইনটিন।


এসো তবে বদলে ফেলি জন্ম তারিখ বয়স সাল
এখনো তো বাইতে পারি হয়তো হব টালমাটাল।
এখনো তো বেশ সবুজ       মনবিহঙ্গ হোক অবুঝ
শুধু একটু তবড়ে গেছে দুদিকের নয় একটা গাল
এসো তবে বদলে ফেলি জন্ম তারিখ বয়স সাল।


  চলো এবার বেরিয়ে পড়ি আজকে যাবো গড়ের মাঠ
   ফুচকা খাবো ঘুরবো পথে মুক্ত মনের দোর কপাট।
হৃদনদীতে ছলাৎ ছল         উপচে পড়ে জোয়ারজল
  শরৎ শেষে হিমেল বাতাস স্নিগ্ধ কেমন নদীর ঘাট
চলো এবার বেরিয়ে পড়ি আজকে যাবো গড়ের মাঠ।


  এখানেই তো প্রথম দেখা তখন ছিল ফাগুন মাস
   বসেছিলাম ওই ওখানে আসন ছিল সবুজ ঘাস।
বুকপকেটে রঙিন খাম     চিঠির শেষে তোমার নাম
  খোঁপায় ছিল রক্তগোলাপ অঙ্গ জুড়ে তার সুবাস
এখানেই তো প্রথম দেখা তখন ছিল ফাগুন মাস।