ফিরে পেলাম শৈশব


অপূর্বদা ফিরিয়ে দিল হারানো দিন
সেই শৈশব ফিরে পেলাম ও' আলাদিন।
মাঠেঘাটে ঘুরে বেড়াই
                একলা হারাই।
                        খুব মজা পাই।


পথেই দাদার সঙ্গে দেখা নিচ্ছি খবর
দেখছি না তো বিদ্যালয়ের সেই চালাঘর!
ঝাঁ-চকচকে ঘর উঠেছে
                    হারিয়ে গেছে!
                              মন ভেঙেছে।


এটাই বুঝি অত্যাধুনিক কালের নিয়ম
শিশুর মনে আঘাত লাগে, পালক নরম।
গড়িয়ে পড়ে দুফোঁটা জল
                    কাঁদিস না চল
                             হারাসনে বল।


নদীর ধারে বুড়ো শিবের ভগ্ন দেউল
কোথায় সেটা স্বপ্ন নাকি আমারই ভুল!
ক্ষয়ে যাওয়া কয়েকটা ইট
                     একান্ন পীঠ!
                               অজস্র কীট।


##অজিত কুমার কর