*
     সাধ্য কী যে পূর্ণ করি দীনের চেয়েও দীন
     নিরন্তরই বাজান তিনি কানের কাছে বীন।
              যা শুনি তাই লিখে ফেলি
               দেখেন বাণী নয়ন মেলি
      মা যা বলে সেটাই করি এটাই সমীচীন
    আসুক ফিরে ভারতমাতার স্বর্ণালি সেই দিন।


    সীমান্তে আজ সেনানীদের নিদ্রাবিহীন রাত
    শত্রু কখন করবে প্রবেশ ট্রিগারে তাই হাত।
                আমরা কাটাই মহাসুখে
                 অনুপ্রবেশ ওরাই রুখে
       নইলে জীবনযাপন হত দুঃসহ নির্ঘাত
      শহিদবেদির পাদমূলে জানাই প্রণিপাত।


        অভিনন্দন বর্তমানের সাহস দুর্নিবার
      সহযোদ্ধা ছিল যারা মানতে নারাজ হার।
               এল তারা সবাই ফিরে
              বিমান নিয়ে আকাশ চিরে
     নিপুনভাবে পালন করে যে কাজ ছিলো যার
        ভারতমাতার সেনানীদের বুদ্ধি ক্ষুরধার।


        সবাই যদি মনেপ্রাণে করি দেশের কাজ
     গড়িয়ে দেবো ভারত-মাকে নিত্য নতুন সাজ।
               মায়ের মুখে ফুটবে হাসি
                যেমন হাসে পুষ্পরাশি
   যে কোনো কাজ করতে যেন না পাই মোটে লাজ
      বিশ্বসেরা করবো মা কে শপথ নিলেম আজ।