#           ফুল ফোটে সবার জন্য
                অজিত কুমার কর


  পুষ্প ফোটে মাঠে বনে পুষ্প ফোটে ছাতে
   ভ্রমর তখন রয় না দূরে গুঞ্জরণে মাতে।
           ফুলের সুবাস ভেসে আসে
             মিশে থাকে তা বাতাসে
  গন্ধ পেতে রয় না বাধা দিনে কিংবা রাতে।
              আমার বাড়ি একটু দূরে
            শ্বাস নিই জোরে হৃদয় পুরে
      মালিনীও ব্যস্ত তখন স্বপ্ন আঁখিপাতে।
  যার নিরলস পরিশ্রমে বাগানে ফুল ফোটে
সেইতো প্রথম আনন্দ পায় খুশির রেখা ঠোঁটে।


ফুলের মতো আর কিছু নাই মাটির পৃথিবীতে
   মুহূর্তে মন ভালো করে সবটুকু চায় দিতে।
            চোখ ধাঁধানো মোহিনী রূপ
            বোবাও দেখে থাকে না চুপ
কারও অঙ্গে মিষ্টি সুবাস চাইলে পারি নিতে।
            তাইতো ফুলের এত কদর
                সুরভিত হয় চরাচর
   পুষ্প হাসে সব ঋতুতে এই ভুবনের হিতে।
      সুসম্পর্ক গড়ে ওঠে পুষ্প দিলে হাতে
      অন্যরকম অনুভূতির অনুরণন গা'তে।