কত আশা ফুটবে কলি দেখবে দুচোখ ভরে
স্ত্রীকে নিয়ে ছুটল ফণি ভ্যান রিকশা ধরে।
ভর্তি ক'রে হাসপাতালে চিন্তায় রাত কাটে
সকালবেলা গিয়ে দেখে রীতা তো নেই খাটে।
আয়া বলে করুণ স্বরে 'রীতাদি আর নাই,
এখন আছে মর্গে শুয়ে বড় দুঃখ ভাই।'
ছলছলো আঁখি ফণির গেল ডোমের কাছে
মর্গে দেখে ছেলে কোলে রীতা বসে আছে।
তড়িঘড়ি দোকানে যায় কাপড় যে নাই গা-তে
সুযোগ পেয়ে আসে সেবক বিষের সিরিঞ্জ হাতে।
কাঁপল না হাত ওই পিশাচের হুল ফোটালো দেহে
বুঝিয়ে দিল 'আজকে তুমি ফিরবে নিজ গেহে'।
এক নিমেষে হারিয়ে গেল কোমল দুটি প্রাণ
ক্ষণেক পরে ফণি ফিরে, শোকে মুহ্যমান।
ফণির ঝরে অশ্রুধারা শূন্য হল বাড়ি
বিপদ বুঝে তখন কষাই ভিনদেশে দেয় পাড়ি।


(সত্য ঘটনা অবলম্বনে)