কনকনানি এমন শীতে
গরম পিঠেপুলি
গুড় মাখিয়ে পুরছি মুখে
আমি ও বোন তুলি।


ঠাম্মা-দাদু পাশাপাশি
চাদর গায়ে বসে
‘অমন করে দেখছ কেন
মুখ ভরেছে রসে?’


ওদের দিকে বাড়াই পিঠে
খেল আয়েশ করে
ঢেকুর তুলে বলল আমায়
উদর গেছে ভরে।


যত্ন করে মা আরও দেয়
মুগের, আলুর পিঠে
বাটিভর্তি গুড়ের পায়েস
সুস্বাদু খুব মিঠে।


তৃপ্তি করে খাই দুজনে
এবার মা কে বলি
হাঁ কর মা দিচ্ছি মুখে
আমার পিঠাঞ্জলি।


বোনের দিকে তাকায় বাবা
আমার অগোচরে
‘একটু রোসো দিচ্ছি তোমায়
জামবাটিতে ভরে।’