হাট্টিমা টিম টিম
পাড়িস না রে ডিম
তোরই দিকে তীক্ষ্ণ নজর
রক্ত হবে হিম।


পারবি না তুই রাখতে ঘিরে
রাখবি বা তুই কোথা
খেলবে ওরা পথেঘাটে
ছুটবে হেথাহোথা।


নজর রাখা নয়কো সোজা
ফোকর খুঁজে পাবে
ওঁত পেতে যে বসেই থাকে
কামড়ে ধরে খাবে।


জৈনাবের কী দশা হ’লো
ছিঁড়েই ফেলল ওকে
সাত বছরের দুধের শিশু
আম্মা পাথর শোকে।


এমনিভাবে ঝরছে কুঁড়ি
বিদেশে ও দেশে
হারিয়ে যায় এসব খবর
ঘূর্ণি হাওয়ায় ভেসে।


মানুষ তো নয় নরপিশাচ
লোলুপ দৃষ্টি হানে
নৃশংসতার মাপকাঠি নাই
বন্যও হার মানে।