পর রুচি পরনা
অজিত কুমার কর


কুরুচিকর পোশাকআশাক
কেউ না পরি যেন,
লক্ষ মানুষ জানতে চাইবে
বলছি আমি কেন।


এ পৃথিবী সবার জন্য
তবু কুৎসা রটে,
দৃশ্যদূষণ ঘটার জন্য
বিপত্তিও ঘটে।


যা ইচ্ছা তা যায় না পরা
এটা যেমন জানি,
বলাও যায় না যেমন খুশি
এ তো প্রাচীন বাণী।


বন্যপ্রাণী বনে সুন্দর
শিশু মায়ের কোলে,
আমরা ঘুরি এই সমাজে
বানর গাছেই ঝোলে।


খাদ্য গ্রহণ যার যা রুচি
বাইরে কিংবা ঘরে,
ঘরের বাহির হলে সবাই
শোভন পোশাক পরে।


© অজিত কুমার কর