পরের বছর দিয়ো আমার বিয়ে
অজিত কুমার কর


গত বছর বিয়ে দিলে ভুলোর ও ফুলির
প্রবল বানে উঠে এলো হাঙর আর কুমির।
ভোল পালটে এবার দিলে ব্যাং আর ব্যাঙাচির
আকাশের মেঘ উধাও হল মাঠ ফেটে চৌচির।


পরের বছর কী ক'রবে মা এবার দেবে কার?
একা একা সময় কাটাই দাও বিয়ে আমার।
এত হাসির কী বা আছে  যা কিছু দরকার
সবই জোগাড় করে দেব একলাই এইবার।


একা একা ভাল্লাগে না খেলার সাথি কই?
বিয়ে দিলেই মিলবে সাথি একলা ঘরে রই।
চুপ চুপ চুপ আর বলিস না করিস না হইচই
বড় হলেই লাল টুকটুক বউ তোর আনবই।


© অজিত কুমার কর