পরিযায়ী


হাঁটছি পথে হাটতে পারি       হেঁটেই যাব
ট্রেনের ভাড়া অনেক টাকা     কোথায় পাব।
ঝাড়াহাত-পা আদপে নয়      মাথায় বোঝা
বিছানো নেই লালগালিচা      রাস্তা সোজা।
পেতাম যদি পাখির মতো      দুইটা ডানা
নামটা শুধু পেয়ে গেছি          সবার জানা।
শ্রম না দিলে কোন কাজই      যায় না করা
তাহলে তো সবাই শ্রমিক       পৃথ্বীভরা।
পরিযায়ী বুদ্ধিজীবী              বিজ্ঞানীরা
সারাবিশ্বে ছড়িয়ে আছে         জ্ঞানার্থীরা।
তবে শুধু আমাদের গায়        তকমা কেন?
কীটপতঙ্গের মতোই বন্য       জীবন যেন।
হাঁটছি পথে পড়ছি চাপা         চাকার নীচে
কী দাম আছে পরিযায়ীর       দরদ মিছে।