প্রভাত-রবি ভাবে
কেমনে যাবে দিন,
মেঘ বলে ভেবো না হীন। ১


দখিনায় ঝরে পাতা
নবপল্লব ফোটে
আবার মেলে ছাতা। ২


একই রূপ দেখে
কেউ কাঁদে কেউ হাসে
প্রকৃতি মাতে উল্লাসে। ৩


ছায়া বলে শিখাটিকে
এসো করি খেলা
প্রভু ভেবে করো না হেলা। ৪


সমীরণে তরু হাসে
তুষারে ঢাকা পড়ে
যায় অজ্ঞাতবাসে। ৫


দুই তীরে তরুরাজি
মাঝে বালুচর
সুখ-দুঃখভরা খেলাঘর। ৬


এ কার করুণাধারা
আগল সরিয়ে দিল
মুক্ত হলো কারা। ৭


উঁচু হতে জলধারা
দ্রুতবেগে নামে
অচিরেই বেগ কমে। ৮


প্রতীক্ষার অবসান
শিঘ্র আঘাত হানো
ছিন্ন করো টান। ৯


রাখো ঢেকে দুই হাতে
অতি সযতনে
লাঞ্ছিতে হেরিবে কেমনে। ১০