চুপিচুপি কথা বলে
দুই গিরিচূড়া
দীর্ণ হৃদয় লাগে না জোড়া। ১


ছবি আঁকি ক্ষণে ক্ষণে
কথা হয়ে কিছু
গাঁথা রয় মনে। ২


ঢেউ ভাঙে তীরে
শ্রীচরণ চুমি
ভেজে বেলাভূমি। ৩


হাসিভরা কচিমুখে
স্বর্গীয় বিভা
ফোটে কমলের শোভা। ৪


স্নিগ্ধ মনোরম
গোধূলির আলো
বলে দীপ জ্বালো। ৫


অদৃশ্য পটে আছে
সবকিছু লেখা
ক্ষণ এলে পাবে দেখা। ৬


জুড়াবে মনের জ্বালা
যদি একমনে
সেব অভাজনে। ৭


এ ক্ষণিকের পরাজয়
অবিচল রও পরিণামে
সত্যের জয়। ৮


খালিচোখে যাহা ছোটো
ছোট নয় তারা
মিটমিট জ্বলে কত তারা। ৯


বৈষম্য আনে বিভেদ
বঞ্চিতের রোষানলে
পোড়াও জমা ক্লেদ। ১০