আমার গায়ে নতুন জামা
নতুন ব্যাগে বই
নিত্য নতুন কত খাবার
শেষপাতে দাও দই।


তেঁতুলতলার ফুলমণি
আমার সাথে পড়ে
পোশাক-আশাক ব্যাগও ছেঁড়া
দারুণ পুতুল গড়ে।


আর আমাকে নাই বা দিলে
দাও মা ওকে কিনে
নতুন জামা বইপত্তর,
ভিজেও ছাতা বিনে।


মা ও আমি এক রোববার
তেঁতুলতলার ঘরে
টগবগিয়ে ছুটে এসে
জড়িয়ে আমায় ধরে।


নতুন নতুন জিনিষ পেয়ে
ফুলমণি হয় খুশি
প্রণাম করে মাকে আমার
মুখে মধুর হাসি।


মনটা আমার ভরে ওঠে
মায়ের পানে চাই
মরমিয়া কোমল প্রাণার
সোহাগ পরশ পাই।