ঊর্ণনাভের আহ্বান শানবাঁধানো আঙিনায়
লোলুপ মক্ষী উড়ে এসে পড়ে মহা্ভাবনায়।
               পালাবার পথ খুঁজে নাহি পায়।
বিত্তবানের বিকলাঙ্গ মন গোপন রিরংসা
তমিস্রায় দেয় ভাসিয়ে আচ্ছন্ন মাগনা নেশা
           ধেয়ে এসে জুটে নিজেরে হারায়।


আত্মগ্লানিতে মাথা কুটে জর্জরিত দেহ মন
ক্ষণিকের ভুলে চির জলাঞ্জলি সব সম্ভ্রম
                সুতীব্র জ্বালায় কাঁদে অনুক্ষণ।
'মাধবীলতা, পাঠাও প্রজাপতি দিয়ে বারতা
প্রেম প্রীতি ভালোবাসা সুস্থ চিন্তা দূরদর্শীতা
              হৃদয়ে জাগাতে যেন করে পণ'।