আমি মেথর আমি মুচি আমি ব্রাহ্মণ
আমি অস্পৃশ্য আমি অশুচি আমি শুচি।
আমি মানি না ভেদাভেদ,
মানুষের মাঝে কেন এ প্রভেদ!
মনে জমে রাশি রাশি বিদ্বেষ ক্লেদ।
আর নয় অনেক হয়েছে
এসো একযোগে ভেঙে ফেলি বেড়াজাল,
ধুয়ে মুছে করি সাফ যত জঞ্জাল।
পেয়েছি বঞ্চনা, সয়েছি লাঞ্ছনা এতকাল।
মুক্ত বাতাসে পুলকিত মন,
ডাকি  কাছে যারা অকিঞ্চন
করি আলিঙ্গন।
সকলের হোক এক মন-প্রাণ,
সমস্বরে ধরি সাম্যের গান।