পাথরে ঢাকা কচিকাঁচা ঘাস
নিস্তেজ বিবর্ণ অসহায়।
ভাবেনি বন্দিদশা থেকে কবে তার মুক্তি।
দৃঢ় প্রত্যয় ছিল মনে, তারাও পারে
শোভন সবুজে সাজাতে।
অন্তর্যামী বুকফাটা আর্তনাদ কান পেতে শুনছে।
সকল দম্ভ অবিচারের চাই সমুচিত জবাব।
নবীন বর্ষার আগমনে নতুন জীবন ফিরে পেয়ে
তারা তরতরিয়ে উঠল।
চোখের সামনে উন্মোচিত হ'লো
দিগন্ত বিস্তৃত উজ্জ্বল নীলাকাশ।
স্বপ্নগুলো রঙিন ডানা মেলে
ভিড় করে চোখের  কোণে।
বুকভরা আশা, বসন্ত আসবেই।
পাখিদের কলতানে ভ্রমরের গুঞ্জনে
চারিদিক মুখরিত হবে
নব জীবনের জয়গানে।