সোনার বরন স্বর্ণলতা
          জড়িয়ে আছে গায়
রূপের ঝলক চক্ষু জুড়ায়
          শোভন শিরোপায়।
    অঙ্গ জুড়ে মাখামাখি
    সমস্ত খুঁত দিলে ঢাকি
কনকচাঁপা হার মেনে যায়
          রূপের জলসায়
বিজয়মালা তোমার গলে
          কোকিল সুরে গায়।


তরুর শোভা ছড়িয়ে পড়ে
          ফোটায় মুখে হাসি
শিশিরবিন্দু মুক্তো ঝরায়
          হর্ষ রাশি রাশি।
    সোহাগ তোমার বাঁধনহারা
    পূর্ণিমাচাঁদ জ্যোত্স্নাধারা
মনমজানো রূপের শোভা
          ওই শোনা যায় বাঁশি
রয় না ঘরে এ মন আমার
           তোমায় ভালোবাসি।