এখন খুবই মনে পড়ে
ওর হারিয়ে যাওয়া শৈশবের  
সোনালি দিনের স্মৃতি
মিষ্টি হাসির পরশ দিয়ে
পা পা করে হাঁটত পথে
হেলেদুলে তাকিয়ে ইতিউতি।


পড়তে যাবার সময় হলে
অনিচ্ছাতে মুখটা খুবই
মলিন হতো ওর
সঙ্গে আমায় যেতেই হবে
রাখত ধরে কাপড় আমার
এমন মায়াডোর।


নাচ-গান-ছবি আঁকার
তালিম চ্লত পুরোদমে
ঘরের বারান্দাতে
খেলাধুলা যোগ ক্যারাটে
জোরকদমে, কলেজ মাঠের
সবুজ গালিচাতে।


সারাটা দিন কেটে যেত
নানা রকম কাজের ভিতর
আনন্দে বিভোর
রাতেরবেলা কোলের কাছে শুয়ে
মনের যত কথা বলার
তাগিদ থাকত ওর।


সেই সুমধুর দিনগুলো
কেমন করে ফুরিয়ে গেল
এক নিমেষে তা বুঝিনি
পাড়ি দিল অচিন দেশে
শুনছি বসে বাতায়নে
শুকনো পাতার রিনিঝিনি।