দুই বাংলা এপার-ওপার
সীমান্তে কাঁটাতার
অপলকে শুধু তাকিয়ে রই
দুস্তর পারাপার।


ওপারেই ছিল মাটির ঘর
স্মৃতিটুকু মনে গাঁথা
মনমাতানো পক্ষীর ডাক
রূপসি নকশিকাঁথা।


মা-বাপ-দাদু পরপারে আজ
বেদনায় ভরে মন
হাসিকান্নার জীবনস্রোতে
আমি এক অভাজন।


পদ্মা মেঘনা সাগরমুখী
একুশের জ্বালা সয়ে
শহিদের তাজা রক্তছাপ
অন্তরে গেছে রয়ে।