বাঙালি হয়েও বাংলাকে ভুলি
মুখে সর্বদা ইংরাজি বুলি
মাতৃভাষা তো মাতৃদুগ্ধ
বচনে তুফান তুলি।


দিয়ে গেল যারা অকাতরে প্রাণ
করো না কুণ্ঠা দিতে সম্মান
আপনি পিছাবে পিছোবে বাঙালি
গাও বাংলায় গান।


কবে হবে বোধ প্রশ্ন এটাই
মরীচিকা পিছে অকারণ ধাই
মা'র ভাণ্ডারে বিবিধ রতন
মাইকেল বলে তাই।


বরকত-জব্বার-সফিউর
রফিক-সালাম বলে নয় দূর
শতসহস্র জনতার ঢল
প্রতিবাদে মজবুর।


সুমধুর ভাষা বাঙালির ভাষা
মুটে মজদুর সাধারণ চাষা
দৃঢ়প্রত্যয়ী অজেয় বাঙালি
ওলটাবে ঠিক পাশা।


একুশের ভোরে সব বাঁধ ভাঙে
কী প্রবল ঢেউ আসে মরা গাঙে
বুলেটের ঘায়ে লুটালো ভূতলে
জননীর বুক রাঙে।


ঠেকানো যায়নি যায় না কখনো
দাম্ভিক নেতা মিছে জাল বোনো
শুধু শুধু নিলে এত তাজা প্রাণ
কারণ কি ছিল কোনো?