এক এক করে কুড়িটা দিন
পার করেছে ফেব্রুয়ারি
'আকাশ বাতাস স্তব্ধ র'বে'
বার্তা ছিল শুক ও শারি।


গুমোট গরম বিষণ্ণতা
আমজনতা গর্জে ওঠে
বাংলাভাষা বলির পাঁঠা
কপালে তাঁর দুঃখ জোটে।


নিদ্রা টুটে শাসককুলের
প্রতিবাদের বহর দেখে
ঢাকার পথে মানুষের ঢল
লড়বে ওরা জীবন রেখে।


মা কে ডাকি বাংলা ভাষায়
ওই ভাষাতেই পড়ি লিখি
রবি-দুখুর পরম স্নেহে
অবলীলায় আমরা শিখি।


মায়ের স্নিগ্ধ শ্যামল খেতে
দোয়েল-শ্যামা নৃত্য করে
সবার ব্যথা ভুলিয়ে দিল
দরদি মা'র কমল করে।


মুহুর্মুহু ছুটল বুলেট
লুটায় দেহ মা'র আঁচলে
অগ্রগমন যায় না রোখা
এমন করে অস্ত্রবলে।


প্রতিবছর আমরা জ্বালি
একুশখানি মোমের বাতি
বাংলাভাষা বিভেদ ভুলায়
আমরা কেবল মানবজাতি।