মনপাখিটা উড়ে বেড়ায় তেপান্তরের মাঠে
বসে আছি উদাস চোখে কংসাবতীর ঘাটে।
কুলুকুলু কলধ্বনি কী কথা যায় বলে
তবু শুনি ঢেউয়ের কথা সূর্য অস্তাচলে।


চুপিচুপি কখন এসে বলবে আমায় ডেকে
'দেখ, আমি এসে গেছি, দেখেছি দূর থেকে'।
ঘাটে বাঁধা ডিঙাখানি চলবে স্রোতের টানে
ভেসে যাব কোন সুদূরে ভরিয়ে দেবে গানে।


জোয়ার আসতে দেরি আছে বেগ আছে বাতাসে
পৌঁছে যাব মোহনাতে রইবে আমার পাশে।
জোয়ার যদি আসে তবে ছুটবে তরি জোরে
পৌঁছে গেলে খেয়াঘাটে নামাবো হাত ধরে।'