নীড় ছাড়ে নিশি অবসানে,
কোথা যায় কার লাগি
কেউ কি তা জানে? ১


অসীম অনন্তলোকে
দিতে হবে পাড়ি,
পার্থিব সবকিছু ছাড়ি। ২


তুষিবারে কত আয়োজন,
মোহজালে বদ্ধ
কাতর নয়ন। ৩


তাপাঙক হিমাঙকের নীচে,
শুভ্র চাদরে ঢাকা
জল খোঁজ মিছে। ৪


দমন-পীড়ন-শোষণ
ঝরে অশ্রুবারি,
বোধহীন মানুষ অনাচারি। ৫


ডাক এলে যাব
রোখা নাহি যায়,
বসে প্রতীক্ষায়। ৬


ঋষির চিত্তে ভাবের ঢেউ,
ষড়রিপু ভেসে যায়
টের পায় না কেউ। ৭


সিন্ধুর বিন্দু পেয়ে
করো না গর্ব,
অচিরেই হবে খর্ব। ৮


অনন্ত সম্ভার,
করো আহরণ
সঁপে তনুমন। ৯


ভেদাভেদ ঘুচলে বয়
বয় স্ব্চ্ছজল,
নইলে গরল। ১০