বর্ষা গেলে শরৎ হাসে
আকাশ ভরা তুলো
দূর্বাঘাসে গঙ্গাফড়িং
ঝাড়ে ডানার ধুলো।


পোকামাকড় খাদ্য আমার
ওতেই ভরে পেট
নিজেই আমি জোগাড় করি
দেয় না কেহ ভেট।
         স্বপ্নগুলো পূরণ করি
                     এমন সাধ্য নেই!


দুঃখের পর সুখ আসে
আশায় বাঁধি ঘর
ওই যেখানে জেগে আছে
ময়নামতীর চর।


ভিক্ষা করি সারাটাদিন
যেদিন যেমন জোটে
মনের মাঝে পদ্মকুঁড়ি
হাস্যমুখে ফোটে।
           এর বেশি কি চাইতে আছে
                      তৃপ্তি পেলাম যেই!