মহামানব
যুগে যুগে আসে
ফোটে ফুল ঘাসে। ১


আঘাত যত তীব্র হবে
উঠবে জ্বলে আলো
জ্ঞানের প্রদীপ জ্বালো। ২


চাতুরিতে ভরা
শকুনির পাশা,
হিংসা সর্বনাশা। ৩


সাফল্য ব্যর্থতা
রয় পাশাপাশি,
আলস্য সর্বনাশী। ৪


প্রাপ্তিতে হর্ষ,
অপ্রাপ্তির ছোঁয়ায়
চিত্ত বিমর্ষ। ৫


পুষ্ট রয় পড়ে,
মাথার উপর দিয়ে
আগড়াই ওড়ে। ৬


কার যে কখন শেষ
বোঝা নাহি যায়,
পরিণামে করি হায় হায়। ৭


শুচি করো তনুমন,
ধৈর্য ধরো
পাবে দরশন। ৮


আকাশে রঙের খেলা
কী অপরূপ!
এবার ভাসাও ভেলা। ৯


আগ্রাসী রাহু-কেতু,
অসাম্য অসমতা
বিলাপের হেতু। ১০