নির্ঘন্ট মেনে চলো
ক'রো না ত্রুটি
নইলে ব্যর্থতার ভ্রুকুটি। ১


সব রং পাওয়া যায়
লাল-হলুদ-নীল-এ,
অল্পেই সাফল্য মিলে। ২


অজানা ঐশ্বর্য
পড়ে রয় আড়ালে,
ধরা দেয় সন্ধানীর জালে। ৩


সদগুণেই মাহাত্ম্য;
কালো ধলো বিচার্য নয়,
এটাই ধ্রুব সত্য। ৪


কান্নাহাসি দোসর,
যেমন ঢেউ নিস্তরঙ্গ জল;
মিছে করো কোলাহল। ৫


নয় অক্ষম,
হাতুড়ি পেটাও জোরে
যতক্ষণ দম । ৬


লক্ষ্য হোক শীর্ষ
ব্যর্থ হলে
হয়ো না বিমর্ষ। ৭


যদিও শুকনো নদী
তবু নামে ঢল
রও সতর্ক চঞ্চল। ৮


অবিচার অনাচার
আনে বিপর্যয়,
বোঝে না তা নয়। ৯


আদম-ইভ-এ সৃষ্টি
ধরণি উত্ফুল্ল
রাখো ধরে কৃষ্টি। ১০