*             সাত তাড়াতাড়ি


বরের নিবাস খিদিরপুর কনের সুদূর ঠনঠনে!
অনেক আগে পৌঁছে গেছে ঠান্ডা ভীষণ কনকনে।
            শালির দল চোখ কচলায়
          লগন, সে তো রাত দেড়টায়
চোখা চোখা বাণী ছোঁড়ে লাভার মতো গনগনে!


                মিলনমেলা
            ( দ্বৈত পঞ্চপদী )


ফুলের আগুন পলাশ শিমুল ডালে ডালে
দখিন হাওয়া লাগল বেগে খুশির পালে।
         ফাগুন আসে ভরিয়ে দিতে
           মাতে সবাই নৃত্যগীতে
এমন দিনে কেউ ঘরে নেই এই সকালে।


সম্প্রীতির এই হোলির দিনে মিলনমেলা
উড়ছে আবির, পিচকারিতে রঙের খেলা।
          মিলেমিশে সব একাকার
          বাঁশিতে কার বসন্তবাহার
তপন কেমন আবির ঢালে প্রভাত বেলা।