শিব ঠাকুরের বাহনগুলো
ঘুরে বেড়ায় ক্যাম্পাসে
কেউ ওদের দেয় না বাধা
কত মানুষ যায় আসে।


ছায়াঘেরা পিচঢালা পথ
স্নিগ্ধ শীতল হাওয়া
লেকের পাশে সবুজ ঘাস
তৃপ্তিভরে খাওয়া।


পথ ছাড়ে না ছাড়তে হয়
ওরাই শাহেনশাহ
মাঝে মাঝে হুঙকার দেয়
'চটপট সরে যা'।


মিছিল করে, জমায়েত হয়
পার্কে কিংবা পথে
দুচোখ বুজে জাবর কাটে
স্বপ্নালু মনোরথে।

রাগলে পরে উগ্রমূর্তি
ছুটবে রাস্তা ধরে
জান বাঁচাতে যেতেই হবে
অনেক দূরে সরে।


সঙ্গিনীরা পিছনেই থাকে
সন্তানও নেই কম
কেমন সুখের জীবন ওদের
বিন্দাস একদম।