ভাবনাগুলো শিমুল তুলো
যেই ধরতে যাই
টেবিল পরে কলম ধরে
নাগাল নাহি পাই।
দুচোখ বুজি শব্দ খুঁজি
দেয় না ধরা মোটে
দুরুহ বেশ নিরুদ্দেশ
কোন বনে সে ছোটে!
কতই সাধি চক্ষে আঁধি
কুজ্ঝটিকা ভরা
ফুটবে আলো ঘুচবে কালো
হাসবে বসুন্ধরা।
সরস্বতী দাও মা মতি
প্রার্থনা এটাই
কৃপা না পেলে কীভাবে মেলে
পথ না খুঁজে পাই।