হার মানে না


মায়ের কোলে খুকু হাসে
বিড়াল ছানা বসে পাশে।
যেই খুকু ধরতে যায়
পিছু ফিরে বিড়াল চায়।


পালায় পুষি লেজ তুলে
খুকু কি আর যায় ভুলে!
সেও হাঁটে ওদিক পানে
গেল কোথায় কোন খানে?


তবু কি হাল ছাড়ে খুকু
কত্ত ছোটো একটুকু।
সহজে হার মানবে না
বারংবার দেয় হানা।


জীবজন্তুর ডাক


কোকিল ডাকে কুহু কুহু
বিড়াল মিউ মিউ
চিঁহি চিঁহি ঘোড়ার ডাক
পাপিয়া পিউ পিউ।


ঘেউ ঘেউ করে কুকুর
ব্যাব্যা ভেড়ার দল
চাতক পাখি তৃষ্ণায়
বলে ফটিক জল।


উটেরা বেশ পরিশ্রমী
সহ্য করে তাপ
মুখের ভাষা বোঝা দায়
হনুর হুপহাপ।