এই রুনুদি চলনা যাই
ক্ষীরাই নদীর কুলে
ট্রেনটা বুঝি চলেই গেল
হু হু ধোঁয়া তুলে।
দিদি বলে চল এখনই
বলবো গিয়ে মাকে
মায়ের মুখে মুচকি হাসি
সাহস জোগায় বুকে।
ভাইবোনেতে দৌড় দেয়
খেতের আলে আলে
মাঠের পর কাশের বন
পিছনে যায় ফেলে।
ওদিকে দেখ ট্রেন আসছে
মারল জোর সিটি
খুউব লম্বা তাই নারে
আসছে গুটি গুটি
যতক্ষণ না পুরো ট্রেন
আড়াল হয় চোখের
একদৃষ্টে তাকিয়ে দুজন
চিবোয় গোড়া আখের।
ভাই বোনেতে বেজায় খুশি
লাগায় এবার দৌড়
ক্ষণেক পরে ফিরল ঘরে
পেরিয়ে পথের মোড়।