দিদা যাবে পুনের মলে
কেমন করে ঝাঁকড়া চুলে!
সকাল থেকে সময় কাবার
খোঁজ মেলেনি চিরুনিটার।
শুধায় ডেকে নাতনিকে
'চিরুনি ছিল এই তাকে,
কোথাও কি সরিয়েছিস?
চাঁদের কণা দে হদিস।'
নাতনি বলে 'না দেখিনে
হারায় যদি দেবো কিনে।'
'না রে না খুব জরুরি
চুল দেখ কী বিচ্ছিরি!'
'দাদুর তো মাথায় টাক
তাহলে ঠিক নিয়েছে কাক।
এই মদন এদিকে আয়
খোঁজ ওই কাকের বাসায়।'
হি হি হাসে মদন নিজে
দ্যাখে একী চিরুনি যে!
যেই ফেলে  চিরুনিটাকে
পড়ল এসে দাদুর নাকে।
দিদার মুখে চওড়া হাসি
মদনকে দেয় একটা বাঁশি।
বেরোয় দিদা তাড়াতাড়ি
জিপসি চেপে দিল পাড়ি।