বউ-কথা-কও দোয়েল শ্যামা
আয়-না দিবি শিস
আর দেবো না খেতবাগিচায়
কীটনাশক বিষ।
পোকামাকড় কেঁচো ব্যাঙ
সব কিছুরই আকাল
গাছের ফলও বিষে ভরা
আমরা বড়ই নাকাল।
রাসায়ণিক সার প্রয়োগে
জমির দফা শেষ
প্রাণীকুলের প্রজননে
বিরূপ প্রভাব বেশ।
ভুলের মাশুল গুণছে মানুষ
দেহে রোগের বাসা
এর প্রতিকার করবো এবার
রাখছি মনে আশা।
দাম্ভিকতাই কাল হয়েছে
চাইছি সবাই ক্ষমা
মুখ ফিরিয়ে থাকিস নে আর
এসে আসর জমা।