রেখেছিলাম ঝুড়িতে এক কেজি টক কুল
এরই মধ্যে হাফ সাফ দেখছি নাতো ভুল!
তাহলে কি কাকেই খেল, না অন্য কেউ?
আমার খুব সন্দেহ হয় ওঠে চিন্তার ঢেউ।
এদিক-ওদিক ঘুরিফিরি মন বসে না কাজে
হঠাত্ দেখি কুলের আঁঠি ঘরের দেরাজে।
ঘোমটা দিয়ে বৌদিমণি ঢোকে রান্নাঘরে
রাঙামুখ যায় না দেখা রাখে আড়াল করে।
না বোঝার ভান করে সুযোগ আমি খুঁজি
আরও দুটো কুল গড়িয়ে মুখে রুমাল গুঁজি।
আড়চোখে চায় বৌদিমণি দেখছে না তো কেউ?
দুটো কুলই পুরল মুখে আমার হাসির ঢেউ।
ধরা পড়ে বৌদিমণির মুখটি লাজে লাল
হোহো করে হেসে দেখি বৌদির রাঙা গাল।