সিঙ্গি-মাগুর-পাকাল-নেধুস
কাদায় লুটোপুটি
রুই কাতলা পাবদা ইলিশ
হেসেই কুটোকুটি।
'পাঁকের মধ্যে বাস বলেই
রঙ কালো বরন
অথৈ জলে থাকি আমরা
রূপ মনোহরণ'।
'রূপের গরব আর করো না
যেমন পলাশ ফুল
একটু ডাঙায় তুললে পরে
তোমরা দেখ ঝুল।
আমরা কেমন অনায়াসে
ডাঙায় ঘুরিফিরি
ধরতে গেলে হড়কে পালাই
আঘাত দিয়ে সরি'।