রোজ দেখি মা রাতেরবেলা
চরকা কাটে বুড়ি
দিনেরবেলা শুকনো করে
তুলো হাজার ঝুড়ি।
কখন যে খায় কখন ঘুমায়
দেখতে নাহি পাই
সদাই যেন ব্যস্ত থাকে
বিরাম কোনও নাই।
সেই সুতোতে জামাকাপড়
কে বা তৈরি করে
পাঠায় কারা সেসব জিনিস
দেখি নয়ন ভরে।
দাও না মাগো আমায় যেতে
চাঁদের বুড়ির কাছে
রোজই আমি মুখ দেখাবো
চিন্তা করো পাছে।
সব কাজই করবো তখন
আমরা দুজন মিলে
তাড়াতাড়ি কাজ ফুরোলে
বসব তারই কোলে।
গান শুনিয়ে ঘুম পাড়াবে
মাথায় বিলি কেটে
জড়িয়ে আমি থাকব তাকে
ভয় পাবো না মোটে।
সঙ্গে করে আনব তাকে
কয়েকটা দিন পরে
অবাক হয়ে দেখবে তুমি
ফিরবো যখন ঘরে।