একাকী শেয়াল ঘোরে বনের ভিতর
খাবার জোটেনি কিছু ক্ষুধায় কাতর।
সহসা দ্রাক্ষাখেত চোখে তার পড়ে
ঢুকে পড়ে বেড়া গলে মাটি আঁচড়ে।
আঙুরের থোকাগুলো ঝোলে সারি সারি
মনে মনে ভাবে আজ ভোজ হবে ভারী।
লেজ তুলে লাফ দেয় আঙুরের পানে
নাগাল না পায় ঝোলে দ্রাক্ষা যেখানে।
ফলগুলো রসে ভরা পেকে পুরো লাল!
বার বার লাফ মেরে হল সে নাকাল
তাই দেখে কাক বলে 'চোখে কেন জল?'
'না-না খাব না ভাই টক দ্রাক্ষাফল।'
এই বলে হতাশায় মুখ নীচু করে
বন ছেড়ে বেদনায় গেল চিরতরে।


(প্রচলিত গল্পের কাব্যরূপ)