আজ যে আসবে মাসি দমদম দিয়ে
তড়িঘড়ি দাদু যায় টমটম নিয়ে।
শনশন বায়ু বয় ঝমঝম ধারা
চশমায় জল পড়ে দাদু দিশাহারা।
পথপাশে বইমেলা ভিড়ে গমগম
দিন কুড়ি চলে বেশ করে রমরম।
মাসি বলে বই চাই নয় কম কম
তারপর পেটপুরে খাব চমচম।
থমথম মুখ করে সানু বসে ঘরে
মেঘ কেটে হাসি ফোটে মাসি এলে পরে।
দুই পা ছুঁয়ে সানু নমনম বলে
ওম ওম চুমু খেতে পিছে পিছে চলে।
'মম মম ছুটে এসো দরজাটা খুলে'
'ধমধম নেই তাই ওরে গুলগুলে।'