খুকুমণির পোষ্য দুটি, নেংটি আর মেনি
মাছ মাংস দুধের জন্য খরচ করে পেনি।
দিন রাত খুনসুটি আর খায় জবর ভোজ
খুকুমণির আদরে তা চলতে থাকে রোজ।
কুচি কুচি মাংস চাল কাপের মধ্যে পেয়ে
নেংটি খায় লেজ নেড়ে মিটিরমিটির চেয়ে।
মেনির জন্য দুধ আর একটা গোটা মাছ
চটজলদি সাবাড় করে ছুটে খুকুর কাছ।
আদরিনী ঘুমিয়ে পড়ে খুকুর নরম কোলে
নেংটি তখন মাথা তুলে নিকটে যায় চলে।
মহানন্দে সময় কাটে দিন মাস বছর
সুর কাটে না কখনও এটাই বড় খবর।