সূর্য ডোবে আঁধার নামে
জোনাকি দেয় আলো
এই নিভে তো আবার জ্বলে
ক্ষীণ হলেও ভালো।


ঘাসের ভিতর ঝিঁঝি ডাকে
যেন বাঁশির সুর
ছোটো হলেও কণ্ঠটি ওর
মিষ্টি সুমধুর।


হুতোম পেঁচা গাছের ডালে
হঠাত্  ডেকে ওঠে
গিরগিটিটা বিপদ বুঝে
বেদম জোরে ছোটে।


আকাশজুড়ে লক্ষ তারা
চুপটি করে থাকে
অন্ধকারে শেয়ালগুলো
হুক্কা-হুয়া ডাকে।