তুই যখন বলিস আমায়
খোকন দুষ্টু ভারী
আমার খুবই কষ্ট হয়
করি না মা আড়ি।


পুতুল ভাঙি কাগজ ছিঁড়ি
ডাংগুলি রোজ খেলি  
ডাকলে আমি দৌড়ে আসি
সমস্ত কাজ ফেলি।


খাতার ওপর তুলির টানে
উল্টোপাল্টা আঁকি
বাঘ আঁকলে ভালুক দেখায়
পছন্দ হয় তা কি?


ছবির ধরণ দেখেই বলো
আঁকলি কেমন খোকা?
তখন মা তুই ভাবিস বুঝি
খোকন ভীষণ বোকা!


ইচ্ছাপূরণ করবো মাগো
শিখবো অনেক পড়া
সবকিছুতেই দক্ষ হবো
আঁকবো বিড়াল ঘোড়া।


সবাই তখন বলবে দেখে
শাবাশ শাবাশ বেটা
তোমার খোকা হবেই হবে
নামজাদা কেউকেটা।